বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলা জাতীয়তাবাদি কৃষক দলের নব ঘোষিত আহবায়ক কমিটিকে এক নেতার পকেট কমিটি হিসেবে উল্লেখ করে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিক ও ষড়যন্ত্রের অংশ বলে প্রতিবাদ জানিয়েছেন ওই কমিটির নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির আহবায়ক মো: রুবাইয়াত হোসেন জানান, কেন্দ্র থেকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে ত্যাগী ও ক্ষতিগ্রস্থ নেতাদের নিয়েই এ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তাদের বিশ্বস্ত প্রতিনিধির মাধ্যমে যাচাই বাছাই শেষে এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরাও দীর্ঘদিন জাতীয়তাবাদি রাজনীতির পরিক্ষিত ও পোড়খাওয়া নেতা। দলের মধ্যে সরকারের সাথে লিয়াজো করা সুযোগসন্ধানী একটি গ্রুপ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করিয়েছেন। রুবাইয়াত আরও বলেন, ২০০১ সাল থেকে তিনি ঢাকা কলেজে ছাত্রদলের সাথে ওতপ্রতভাবে জড়িত। পরবর্তীতে জাতীয়তাবিদ রাজনীতিতে সক্রিয় থেকে তিনি এ কলেজ থেকে ছাত্রদলের সর্বকনিষ্ট এজিএস হিসেবে নির্বাচিত হন। এর আগে থেকেই থেকেই তিনি মাগুরায় জাতীয়তাবাদি শক্তির হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসেবে কেন্দ্রে ও জেলায় দলের সবকর্মসূচিতে নিজের অনুসারিদের নিয়ে ব্যাপকভাবে অংশ নিয়েছেন। তিনি বলেন, দলের মধ্যে একটি অংশ দলের ভাল চান না। সে কারণেই তারা বিভ্রান্তি ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় রয়েছেন। তিনি বলেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে অচিরেই এ কমিটি জেলায় একটি শক্তিশালী জাতীয়তাবিদ কৃষক দলের কমিটি উপহার দেবে। যে কমিটির রাজপথে বর্তমান কৃষি ও শিল্প ধ্বংসকারি সরকারের সকল অপকর্মের সমুচিত জবাব দেবে।

মাগুরা/ ২৪ জুন ২২