বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মহম্মদপুর উপজেলার চরপাড়া গ্রামের ফসিয়ারের বর্তমান জীবন যাপনের অবস্থা। সদ্য গঠিত সেমিকোলন সাহিত্য সংসদ মাগুরা এর খাদ্য সহায়তা কর্মসূচী ‘এক পেট আহার অতঃপর হাসি’ টিম বিষয়টি বিবেচনা করে জরুরি ভিত্তিতে সংগঠনের কয়েকজন সদস্যের নিয়ে ফসিয়ারের বাড়িতে কয়েকদিনের খাবার ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব আকিদুল ইসলাম, জনাব রিপন মাহমুদ, জনাব আউলিয়া হোসেন, জনাব ফিরোজ মিয়া, ইমরুল কায়েস, রিতু ও সংগঠনের নির্বাহী পরিচালক সোহেল সবুজ। সংগঠনের পরিচালক (পরিকল্পনা) জনাব রিপন মাহমুদ জানান “এক পেট আহার অতঃপর হাঁসি” সংগঠনটি মূলত প্রতিদিন অসহায়, প্রতিবন্ধী ও পথশিশুদের খাদ্য দান কর্মসূচী নিয়ে কাজ করছে। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি ফসিয়ারেরর গুরুতর অসুস্থ্যতার খবর। এজন্য আমরা জরুরী ভিত্তিতে সাধ্যমত কিছু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটে আসি তার বাড়িতে এসে দেখি আসলেই ফসিয়ার রহমান মানবেতর জীবনযাপন করছেন। এখন ছোট কন্যা শিশুই তার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। সংগঠনের নির্বাহী পরিচালক সমাজের বিত্তবানদের ফসিয়ারের পাশে এসে দাঁড়ানোর জন্য আহবান জানান। ফসিয়ারকে সহায়তা করতে চাইলে ফসিয়ারের মোবাইল নম্বর- 8801798702763 তে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মাগুরা/ ১১ ফেব্রূয়ারী ২২