বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
‘‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সম অধিকার নিশ্চিত কর’’ এই শ্লোগান নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা জেলা শাখা। আজ বৃহস্পতিবার( ২৫ নভেম্বর) বিকেলে শহরের নতুন বাজারে সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, সাংবাদিক আবু বাসার আখন্দ, অলোক বোস, রূপক আইচসহ অন্যরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মাগুরা জেলা শাখার আন্দোলন সম্পাদক রেহেনা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক খালেদা হাশিম, পরিবেশ সম্পাদক কাজী মাহফুজা খানম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রাবন্তী গোস্বামী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা সরকারসহ অন্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচীর মধ্য দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত হবে। এরমধ্যে দুটি উঠান বৈঠক, বেগম রোকেয়া দিবস পালন ও সবশেষে বিশ্ব মানবাধিকার দিবস পালন এর মধ্য দিয়ে সম্পন্ন হবে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। পক্ষকাল ব্যাপী এ কর্মসূচী সফল করার জন্য সকলের সহায়তা আশা করেন আয়োজকবৃন্দ।

রূপক / মাগুরা / ২৫ নভেম্বর ২০২১