বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদরের পারনান্দুয়ালী ৩নং ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে সড়ক দুঘটনায় দুই মোটরসাকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার পারন্দুয়ালী গ্রামের বাধন বিশ্বাস (২৪) । নিহত বাধন পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারী পাড়ার ওহিদুর রহমানের ছেলে। বাধন পেশায় একজন ক্রেনচালক। নিহত অপরজন হলেন হলেন নিশান (২৫) । সে যশোরের চৌগাছি থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল সালামের ছেলে।

ঘটনার প্রত্যদশীরা জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার উদ্যেশে ছেড়ে আশা দুই মোটরসাইকেল আরোহী পারানান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর মোটর সাইকেল আরোহী একই ঘটনা স্থলে আসলে দুই মোটরসাইকলের মুখমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই দুই মোটরসাইকে চালক নিহত হয়। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত জরুরী বিভাবের ডাক্তার অমর প্রসাদ বিশ্বাস তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন।

মাগুরা সদর থানা ওসি জয়নাল আবেদিন জানান, ঈদকে সামনে রেখে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলেন নিশান। পথ্যিমধ্যে পারনান্দুয়ালী এলাকায় আসলে দুই মোটরসাইকের মুখমুখি সংঘর্ষের ঘটনায় দুই চালকই নিহত হন। এ ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল দুটি থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি আপমৃত্যুর মামলা হয়েছে।

রূপক /মাগুরা /১৩ মে ২০২১