পংকজ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তৈরী হচ্ছে উপজেলা বাস টার্মিনাল। ইতিমধ্যে উপজেলা সদরের মধুমতি নদীর পূর্বপাড়ে জাঙ্গালিয়া গ্রামে এক একর খাস জমিতে বাস টার্মিনাল তৈরীর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল ও এসি ল্যান্ড হরেকৃষ্ণ অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন নির্মিয়মান বাস টার্মিনাল এলাকা পরিদর্শণ করেন। এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বাস টার্মিনাল তৈরীর প্রাথমিক পদক্ষেপ দেখে সন্তোষ প্রকাশ করেন।

মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান- প্রাথমিকভাবে প্রায় এক একর জায়গা নিয়ে আমাদের এ বাস টার্মিনাল নির্মানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। টার্মিনাল তৈরীর জায়গায় মাটি ভরাট কার্যক্রম শেষ হলে প্রাথমিকভাবে বাস দাড়ানোর জায়গা তৈরী হবে। পরবর্তীতে এখানে একটি আধুনিক টার্মিনাল নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।

পংকজ/ মহম্মদপুর/ মাগুরা/ ১৭ এপ্রিল ২০২১