বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মোবাইলের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পরিচয় দিয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর প্রবণতা দেখা যাচ্ছে। আজ দুপুরে মাগুরার  একজন সরকারি কর্মকর্তার (কলেজ শিক্ষক) কাছ থেকে এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।  ০১৮৪২৪০৫৬৭১ নম্বরের একটি মোবাইল নম্বর থেকে  নিজেকে পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে একটি ফোনকলে ওই কর্মকর্তার কাছে চাঁদা দাবী করে। এ সময় ওই কর্মকর্তা ফোনদাতার নামসহ পরিচয় জানতে চাইলে তিনি নাম পরিচয় না বলে ফোন কেটে দেন। পরে  ওই নম্বরে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করলে সেটির ইনকামিং বন্ধ পাওয়া গেছে। তবে ট্রুকলারের মাধমে ওই নম্বরটির বিষয়ে তল্যাশি দিলে ওই নম্বরের বিপরীতে ১০টি ডিজিএইচএস ফ্রড বিষয়ক ১০টি স্প্যাম রিপোর্ট পাওয়া গেছে। 135866166_846281429652349_1283174282819788327_n

এ সম্পর্কে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান- এ ধরনের কোন প্রতারণার চেষ্টার ঘটনা ঘটলে আমাদের কাছে লিখিত অভিযোগ করতে অনুরোধ রইল। সেই সঙ্গে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

মাগুরা/ ৬ জানুয়ারী ২০২১