বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মৌলবাদি ও স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতার বিষয়ে জিরো টলারেন্স এর জায়গায় মাইনাস টলারেন্স এর ঘোষণা দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আজ এ ঘোষনা দেন। এ সময় জেলার যে কোন প্রান্তে যুদ্ধাপরাধীদের দোসর মৌলবাদি অপশক্তির জঙ্গী তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জেলার আইন শৃংখলা উন্নয়নে পুলিশের কাজের সাথে সাংবাদিকদের বরাবরের মতই সম্পৃক্ত থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সাংবাদিকদের তথ্যনির্ভর লেখা ও সমস্যা তুলে ধরার মাধ্যমে তা সমাধানের পথ তৈরী হয়। সকাল ১০টায় জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো ইব্রাহীম, সহকারি পুলিশ সুপার আবির শুভ্র,  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।বক্তারা জেলার আইন শৃংখলার অন্যতম হুমকি মাদক ও গ্রাম্য কাইজা মোবাবেলায় পুরো জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন। একই সঙ্গে পূর্বতর্তী কর্মকর্তাদের ভাল কাজগুলি এগিয়ে নেয়ার আহবান জানান।Magura Meeting With Police Super to Journalist

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অধ্যাপক সাইদুর রহমান,  এম এ হাকিম, অলোক বোস, শরীফ তেহরান টুটুল, রূপক আইচ, এড, মোখলেসুর রহমান, রাশেদ খান,  আশিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

রূপক /মাগুরা /৪ জানুয়ারী ২০২১