বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে করোনায় স্বল্প পরিসরে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় প্রধান গীর্জায় ধর্মীয় প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতায় বড়দিন পালন করেন শহরের খ্রীস্টান সম্প্রদায়। মাগুরা ব্যাপটিস্ট মন্ডলীর পালক শিমসন মুন্সীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে প্রার্থনা পরিচালনা করেন প্রবীণ পালক বেভারেন্ড এম গাজী। করোনার কারণে জেলার ২৩ টি গীর্জায় এ বছর বড়দিন উপলক্ষে স্বল্প পরিসরে আয়োজন করা হচ্ছে বলে জানান খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 
রূপক /মাগুরা /২৫ ডিসেম্বর ২০২০