বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসে মানববন্ধন হয়েছে । আজ বুধবার সকাল ১১ টায় শহরের হাজী রোডের কলেজ পাড়া জাতীয় মহিলা সংস্থার সামনে শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেন।

নারী পক্ষ এবং দুর্বার নেটওয়ার্কের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সেন্টার মাগুরা এ মানববন্ধের আয়োজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, নারী নেত্রী রিজিয়া খাতুন, রোজিনা খাতুন, ফাতেমা বেগম ও পড়ুয়া বাংলাদেশ মাগুরা শাখার পরিচালক দেলোয়ার হোসেনসহ অন্যরা ।
সভায় বক্তারা বলেন, শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী প্রতিনিয়ত ধর্ষন, যৌন আক্রমন ও নির্যাতনের শিকার হচ্ছেন । ঘরে,বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, দূর্যোগে-দুর্বিপার্কে, যুদ্ধে, এমনকি আনন্দানুষ্ঠানে নারী সর্বদা আক্রমনের ঝুঁকিতে রয়েছে । তাই নারীর প্রতি সকল সহিংসতা বন্ধের আহবান জানান বক্তারা ।

 

মাগুরা/ ২৫ নভেম্বর ২০২০