বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
অধস্তন আদালতের কর্মচারিদের জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃস্টি ও পদোন্নতির সুযোদ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রনয়নের ৩দফা দাবীতে মাগুরায় মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার সদস্যরা। বুধবার সকালে জেলা জজ কোর্টের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের জেলা সভাপতি বিকাশ কুমার ধর এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নাজির মোঃ খায়রুল ইসলাম, জজ আদালতের নাজির আয়ুব হোসেন, হিসাব রক্ষক তোহিদুর রহমান, জুডিশিয়াল পেশকার আয়নুল ইসলাম, মোঃ আবু জাফর মিয়া, ডেসপাস সহকারি মোছা রাশিদা খাতুন, স্টেনো গ্রাফার শামিমা সুলতানাসহ অন্যরা। এ সময় বক্তারা জানান- জেলা জজ আদালতে চাকরি করলেও এ সকল কর্মচারিদের চাকুরি আইন মন্ত্রনালয়ের অধীনে না হয়ে জন প্রশাসন মন্ত্রনালয়ে হওয়ায় তারা সরকারি চাকরিতে পদোন্নতিসহ নানা অসঙ্গতিতে ভ‚গছেন। যা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন তারা।

রূপক /মাগুরা /১১ নভেম্বর ২০২০