বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
সামাজিক যোগাযোগ মাধ্যমে অদম্য মেধাবী হানিফ আলীর লেখাপড়ার অনিশ্চয়তার খবর পেয়ে তার লেখাপড়ার জন্য বৃত্তির ব্যবস্থা করলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। মাগুরার মহম্মদপুরে দিনমজুর বাবার অসচ্ছল সংসারের শত অনটন সত্বেও ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পাওয়া হানিফ আলীর কলেজে ভর্তি বই কেনাসহ পড়া লেখা নিয়ে অনিশ্চয়তা নিয়ে লেখালেখি করেন স্থানীয় সাংবাদিক ও শিক্ষক আনোয়ার হোসেন শাহীন। হানিফের অপর এক মেধাবী ভাই এর লেখাপড়ার শেষ পরিণতিতে না যেতে পারার আতঙ্ক নিয়ে হানিফে সেই পরিণতিরসহ বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপনের বিষয়টি নিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম  এ সংবাদ প্রকাশ হওয়ায় জেলা প্রশাসক অনলাইনে এক মন্তব্যে মেধাবী হানিফের জন্য জেলা প্রশাসন পরিচালিত মাগুরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে ফুল ব্রাইট স্কলারশিপ দেয়ার ঘোষণা দেন। হানিফ আলীর বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামের পশ্চিম পাড়ায়। সে এ বছর ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। বাবা সোহরাব মোল্যা বর্গা চাষী ও অন্যের জমিতে দিন মজুরের কাজ করেন। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় হানিফ।
হানিফ জানায়, তার বাবা তিন বেলা ঠিক মতো খাবারই জোগাড় করতে হিমশিম খান। পড়ালেখার খরচ যোগাড় করবেন কিভাবে? সে পড়ালেখার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছে বলে জানায়। জেলা প্রশাসকের এ সহযোগিতার অঙ্গিকারের পর বিভিন্ন সহৃদয় মানুষও হানিফকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রূপক /মাগুরা / ২৮ আগস্ট ২০২০