মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে করোনা আক্রান্ত জেলা প্রশাসককে পৌছে দেয়া হল শুভেচ্ছা সামগ্রী

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে করোনায় আক্রান্ত জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের বাসভবনে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে । এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের দ্রুত আরোগ্য কামনা করেন ।
উল্লেখ্য, মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বুধবারে করোনা ভাইরাসে আক্রান্ত হন।
গত ২৬ জুলাই জেলা প্রশাসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার পাওয়া ফলাফলে জেলা প্রশাসকসহ নতুন করে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
মাগুরা/ ৩০জুলাই ২০২০
« শ্রীপুরের তারাউজিয়াল থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক (Previous News)
Comments are Closed