বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
সিনিয়র সচিব হয়েছেন মাগুরার কৃতি সন্তান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। রোববার (০৫ জুলাই) তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আকরাম- আল-হোসেনকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করার পর তাকে আগের কর্মস্থল, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এই নিয়ে এখন মোট সিনিয়র সচিব হলেন ১৩ জন।

আকরাম-আল-হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মরহুম আলতাফ হোসেনের চতুর্থ পুত্র আকরাম আল হোসেন এলাকায় অত্যন্ত সজ্জ্বন মানুষ হিসেবে পরিচিত।