বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরাসহ খুলনা-যশোর অঞ্চলকে করোনা মুক্ত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

8
প্রানঘাতী করোনা দুর্যোগ মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। – মাগুরাবার্তা

সামাজিক দূরত্ব বা হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের পাশাপাশি যশোর অঞ্চলের প্রতিটি জেলায় করোনার ছোবলে নিঃস্ব, অভাবী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোর সেনানিবাসের সদস্যরা।

9
চলমান করোনার ছোবল হতে কৃষকদের আশার স্বস্তি হিসেবে জমির পাকা ধান কেটে প্রান্তিক চাষীদের বাড়ীতে পৌঁছে দেয়ার প্রচেষ্টায় যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ। -মাগুরাবার্তা

এরই ধারাবাহিকতায় অন্যান্য দিনের মতই গত ১৬ মে ২০২০ তারিখ শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় অসহায় এবং দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

12
প্রাণঘাতী করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত দুর্গম এলাকাগুলোতে সত্যিকারের দুস্থ মানুষের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। -মাগুরাবার্তা

এছাড়াও তারা স্থানীয় বাজারগুলো পরিদর্শন করে জনসাধারণের সামাজিক দূরত্ব রক্ষা নিশ্চিত করছেন। পাশাপাশি তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

 

রূপক/ মাগুরা/ ১৭ মে ২০২০