বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি) এর সহযোগিতায় ও মাগুরা আদর্শ বিতর্ক সংঘের আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় গ্রুপ পর্ব ও সেমিফাইনাল পর্বে ইতিমধ্যে ৮ টি দলে মোট ২৪জন বিতার্কিক অংশ নিয়েছেন। আগামী বুধবার সকাল ১১টায় প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থাকবেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব, বিশেষ অতিথি থাকবেন মহাসচিব এ্যাড. তামজিদ হাসান পাপুল। a ফেসবুকে লাইভ এর মাধ্যমে প্রচারিত এ প্রতিযোগিতার
বিচারক হিসেবে থাকবেন এনডিএফ বিডির খুলনা অঞ্চলের মডারেটর তাকবিরুল গনি, মাগুরার সাংবাদিক রূপক আইচ ও শিক্ষিকা নারগিস পারভীন।  প্রত্যেক প্রতিযোগি নিজ নিজ বাসা থেকে অনলাইনে এ প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতার মডারেটর থাকবেন এমআইডিএস এর সভাপতি বিতর্ক সংগঠক নাহিদুর রহমান দূর্জয়।

 

মাগুরা/ ১১ মে ২০২০