বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শালিখায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে  লগডাউন ক্ষতিগ্রস্থ  খেটে খাওয়া মানুষের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলামের উদ্যোগে সাংবাদিকরা বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়ে সকলের দৃষ্টি কেড়েছেন।  উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়কারী সাংবাদিক দীপক চক্রবর্তীর নির্দেশনায় শালিখার সাংবাদিকবৃন্দ দিন রাত পরিশ্রম করে চলেছেন। বুধবার সকালে  উপজেলা সদর আড়পাড়া বাজার সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ খাদ্যসাগ্রী বিতরণ কাজের উদ্বোধন করা হয়। এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, আলু,সবজী। করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম  বলেন- মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় আমি আপনাদের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগ নিয়েছি। তিনি জনগনের উদ্যেশ্যে  আরো বলেন, যার খাদ্যের প্রয়োজন আমাদের কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করলেই তার বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে যাবে। আপনারা নাম্বার অনুযায়ী কষ্ট করে কন্ট্রোল  রুমে  যোগাযোগ করুন। যারা  ইতিপূর্বে অনুদান  পেয়েছেন তারা দয়া করে ফোন দিবেন না। আমাদের সাংবাদিকগন সততা এবং নিষ্ঠার সাথে  অক্লান্ত  পরিশ্রম  করে চলছেন। সাংবাদিকবৃন্দ খাদ্যসামগ্রী আপনাদের বাড়ীতে পৌছে দেবেন। উল্লেখ্য উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম ইতোপূর্বে  শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে  ১২শ  পরিবারের  মাঝে চাউল,ডাউল ও আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

সাংবাদিক দিপক চক্রবর্তী জানান- দেশ তথা বিশ্ব এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ অনুযায়ী হতদরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসা। কারও যদি আর্থিক সামর্থ কমও থাকে তিনি এ মুহুর্তে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেও হতে পারেন করোনার বিরুদ্ধে এ যুদ্ধের একজন যোদ্ধা হতে।

রূপক/ মাগুরা/ ১৫এপ্রিল ২০২০