বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের বাসিন্দা ওশান গ্রুপের চেয়াম্যান ও কথা সাহিত্যিক আলী আজম বাবলা (৫৮) আজ দুপুরে মারা গেছেন। বেলা সাড়ে ১১টায় ঢাকার মিরপুর আল হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে ও ১ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যায় তার মরদেহ মাগুরার তারাউজিয়াল গোরস্থানে  তাকে দাফন করা হবে। তিনি দীর্ঘদিনধরে নানা রকম রোগে ভূগছিলেন। গত কয়েকদিন তিনি হাসপাতালে আইসিইউতে ছিলেন। আজ বেলা সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজি আজম বাবলা বায়োস্কোপ, আমি মায়ানমারের মেয়ে, মেঘের কোলে, প্রথম সকাল, কুয়াশায় আচ্ছন্ন আমি, ভালবাসার ডুবোচর, জোছনায় কাব্য, আমি ভুতের বাবা, ওপেনটি বায়োস্কোপ, হলি আর্টিজানসহ বেশ কিছু উপন্যাস লেখেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

 

রূপক/ মাগুরা/ ১৩ এপ্রিল ২০২০