Main Menu

মাগুরায় বন্ধু ব্যাডমিন্টনের ফাইনাল সম্পন্ন

badminon

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মুজিব  শতবর্ষে মাগুরা জেলা পুলিশের আয়োজনে শনিবার রাতে বন্ধু ব্যাডমিন্টনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরা জেলা পুলিশ  সুপারের কার্যালয় প্রাঙ্গনে ফাইনাল খেলায় দুইটি  গ্রুপে অংশ নেয় ৪ দল খেলোয়াড়। খেলার  ১ম গ্রুপে মাগুরা পুলিশ সদস্যদের নিয়ে গঠিত দলে অংশ নেয় ইন্সপেক্টর নাসির + আজম বনাম কনসটেবল সুব্রত+মিলন । ২য় গ্রুপে পাবলিক টিমে অংশ নেয় উদয়+আলমগীর বনাম নবেল+ শহিদুল।  চরম উত্তেজনাপূর্ণ এ ব্যাডমিন্টন খেলায়  চ্যাম্পিয়ন হয় সুব্রত+মিলন ও উদয়+আলমগীর গ্রুপ ।
খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট  সাইফুজ্জামান  শিখর  চ্যাম্পিয়ন ও রানার্স আপ গ্রুপের  মধ্যে ট্রফি বিতরণ করেন । এ সময় জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান,জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,সদর উপজেলা চেয়ারম্যান আবু  নাসির বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ পুলিশের উধ্বতন কর্মকর্তাসহ সুধীজন  উপস্থিত  ছিলেন । খেলায় ধারা বিবরণী প্রকাশ করেন প্রদ্যুৎ কুমার রায় ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বার্কি । মাসব্যাপী এ খেলার জেলার ৩ শতাধিক ব্যাডমিন্টন খেলোয়াড় অংশ নেয়।

মাগুরা/ ২ ফেব্রুয়ারী ২০২০


Comments are Closed