বিশেষ প্রতিনিধি,  মাগুরাবার্তা
মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ জাহিদুল ইসলাম মুরাদের ৩২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহীদ মুরাদ স্মৃতি সংসদের আয়োজনে আজ (২৮ নভেম্বর বৃহস্পতিবার) সকালে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাকি ইমাম, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান, সোহেল পরভেজ দ্বীপ, এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, রানা আমির ওসমান, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, আব্দুস সামাদ আজাদ পাকুসহ অন্যরা। পরে মহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
১৯৮৭ সালের ২৮ নভেম্বর স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলনে শহরের স্টেডিয়াম এলাকায় বোমা বিস্ফোরণে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ জাহিদুল ইসলাম মুরাদ নিহত হন।

মাগুরা/২৮ নভেম্বর ১৯