বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
গুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের শিবরামপুর গ্রামে শনিবার ভোরে দুইগ্রুপের সংঘর্ষে মোক্তার মোল্যা (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পেশায় ইটভাটার শ্রমিক মোক্তার ওই গ্রামের মৃত জলিল মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী মাজেদা বেগম ও এলাকাবাসি জানান- দীর্ঘদিন ধরে ওই গ্রামের মির্ধা গোষ্ঠীর মাতব্বর আয়েন উদ্দিন ও বিশ্বাস গোষ্ঠীর মাতব্বর জাফর বিশ্বাসের সমর্থকদের মধ্যে গ্রাম্য   বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার দুপক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  শনিবার ভোর রাতে  ফজরের নামাজ শেষে ওই গ্রামের দুইপক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে  বিশ্বাস গোষ্ঠীর সমর্থক মোক্তারকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত মোক্তারকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। এদিকে এ ঘটনার জেরে ওই গ্রামের অন্তত ১০টি বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেখায় খবর পাওয়া গেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস  জানান- ঘটনার শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ এ পর্যন্ত ৮ জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রূপক আইচ/ মাগুরা /২৩ নভেম্বর ১৯