বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
‘অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা’ প্রকল্পের পরিচিতি সভা আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইডের সহযোগিতায় বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। অতিরিক্তি জেলা প্রশাসক আক্তারুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আরিফুল ইসলাম।
সভায় জানানো হয়, টেকসই জীবন জীবিকা, অধিকারের অভিগম্যতা, সুশাসন ত্বরান্বিতকরণ আত্মনির্ভরশীল জনগোষ্ঠীর  উন্নয়নে সরকারের সহায়ক হিসেবে এ প্রকল্প নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন।

রূপক/মাগুরা /২৪ জুন ১৯