বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার প্রথিতযশা সামাজিক সংগঠন ‘পরিবর্তনে আমরাই’ এর পক্ষ থেকে এ বছর ব্যতিক্রমীভাবে পালিত হয়েছে বাংলা নববর্ষ। রবিবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) তারিকুল ইসলাম। সংগঠনের উপদেষ্টা এ্যাড. শাখারুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক টেলিভিশন বিতার্কিক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যরা। নাহিদুর রহমান দূর্জয় এর পরিচালনায় বিতর্ক অনুষ্ঠানের মডারেটর ছিলেন এ্যাড. বাণীব্রত কুন্ডু। অনুষ্ঠান উপস্থাপনা করেন চাষী মোঃ রবিউল ইসলাম। Magura Boishaki Brtorko Protijogita 1
মাগুরা আদর্শ বিতর্ক ও আবৃত্তি সংঘের সদস্যদের অংশগ্রহণে এদিন উন্মুক্ত কুইজ, বাংলা বারোয়ারী বিতর্ক, ও রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্য, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক…, ও সেকাল নয়, একালের বাংলা নববর্ষ উদযাপন বেশী সাড়ম্বর এ তিনটি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অর্ধ শতাধিক বিতার্কিক অংশ নেন।

মাগুরা/ ১৫ এপ্রিল ১৯