তাছিন জামান,স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং পলাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবর হোসেন আওয়ামীলীগে যোগদান করেছেন।  সোমবার সকালে প্রয়াত এমপি আছাদুজ্জামান এর বাসভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব এবং মাগুরা – ১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন এবং লিখিতভাবে যোগদান পত্র জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে জমা দেন। যোগদান পত্রে আকবর হোসেন উল্লেখ করেছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে তা আমাকে অনুপ্রাণিত করেছে। গণতান্ত্রিক, উন্নত ও সম্মৃদ্ধশালী বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে। মাগুরার কৃতি সন্তান সাইফুজ্জামান শিখর তার পিতা মরহুম আসাদুজ্জামান এর আদর্শের এক মূর্ত প্রতীক। একই ইউনিয়নের একজন বাসিন্দা হিসেবে তাকে নিয়ে আমি গর্বিত। তার হাত ধরে আমাদের এলাকার যে উন্নয়ন হয়েছে তা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে”। জানা যায়,স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ও স্থানীয় সমর্থন নিয়ে দ্বন্দ্বের সূত্রধরে একসময় আওয়ামীলীগ থেকে বি এন পি তে যোগদান করেন এবং ইউনিয়ন বি এন পি এর সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন। পলাশবাড়িয়া ইউনিয়ন এর নির্বাচিত চেয়ারম্যান হিসেবে বি এন পি ও আওয়ামী লীগের উভয় আমলে ১৫ বছর দায়িত্বপালন করেন। গত প্রায় ১২ বছর বি এন পি এর রাজনীতি ও কর্মকান্ড থেকে অব্যহতি নিয়েছেন। লিখিত যোগদানপত্র প্রদানকালে স্থানীয় আওয়ামীলীগ এর প্রতিনিধি এবং আকবর হোসেন এর জামাতা, জগদল ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাগুরা/ ১৯ মার্চ ১৯