তাসিন জামান, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী ডা.আখেরুজ্জামান জিন্নাহ (৫৮) আর নেই। গতকাল রবিবার হৃদ রোগে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে ভোর ৪ টায় (আমেরিকার সময়) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী,একছেলে এবং এক মেয়েসহ অসং গুণগ্রাহী রেখে গেছেন। ডা.আখেরুজ্জামান জিন্নাহ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলেন। নিজ গ্রামে আন্নামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠাসহ অস্ংখ্য সমাজ সেবামূলক কাজ করে গেছেন তিনি। প্রতি বছর আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে আসছেন ।এলাকায় একজন সমাজ সেবক হিসেব সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডা. জাবেদ পাটোয়ারী, মাগুরা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড.সৈয়দ শরিফুল ইসলাম, জাতীয় তরুন সংঘের চেয়ারম্যন আলহাজ্ব মো: ফজলুল হক, ঢাকা মহাণগর উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, জাতীয় পুরষ্কার প্রাপ্ত প্রধান শিক্ষক(অব:)মোল্লা মতিয়ায় রহমান,মাগুরা বার্তার সম্পাদক সাংবাদিক রূপক আইচসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।