বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলীকে অন্যায়ভাবে লাঞ্ছিত করার অভিযোগে ওই উপজেলার নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিনের বিচার দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে এলজিইডির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। মঙ্গলবার নিজ অফিসের সামনে মানববন্ধন থেকে তারা প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উপযোগী উন্নত বাংলাদেশ গড়তে উন্নত পরিবেশ সৃষ্টির দাবী জানান।
মানবন্ধন থেকে জানানো হয়- বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ বিনা কারণে ম্যাসিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করে সেখাবে কর্মরত উপজেলা প্রকৌশলীকে হাতে হাতকড়া পরিয়ে আটক করেন। এ ঘটনায় সরাদেশে এলজিইডি কর্মকর্তা কর্মচারিদের মধ্যে অসন্তোষ উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। তারা ওই ইউএনওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এ সময় সেখানে এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী শিব শংকর সাহা, উপ-সহকারি প্রকৌশলী এবিএম বদরুল হাসান খানসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপক আইচ/মাগুরা /১২ মার্চ ১৯