বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার চার উপজেলা থেকে চেয়ারম্যান  ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিয়ে জেলা রির্টানিং অফিসার ও  স্ব-স্ব উপজেলার সহকারি রির্টানিং অফিসারের কার্যালয়ে তারা এ মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে  চেয়ারম্যান পদে চার উপজেলায় ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন।
মাগুরা সদর উপজেলা থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক রাষ্টপতি হুসাইন মোহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জেলা জাসদ সভাপতি এটিএম মহব্বত আলী, ইসলামী আন্দোলনের কাজী নিজামুল হক ও স্বতন্ত্র প্রার্থী মীর আব্দুল কুদ্দুসসহ ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে রেজাউল ইসলাম, বাহারুল ইসলাম, এম এনামুল হক, পল্লব কুমার দে, উত্তম কুমার বিশ্বাস, আব্দুস সামাদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনতী রাণী দত্ত, সোনিয়া সুলতানা,কাকলী চাকী, রুকসানা ইয়াসমিন, পাপিয়া খন্দোকার।
শ্রীপুর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী  পঙ্কজ কুমার সাহা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, মোঃ খায়রুল আলম, জাসদের উপজেলা সভাপতি কাজী জিন্নাতুন নূরসহ ৪ জন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কাজী জালাল উদ্দিন, শেখ আবদুল মতিন, তৈয়বুর রহমান খান, নুরুল আমিন, জুয়েল আক্কাস, কুতুবুল আলম শাহিন, তোফায়েল আহমেদ রোজ খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, মুক্তি রানী দে সিকদার, রিয়া জোয়ারদার, মাজেদা বেগম, হালিমা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শালিখা উপজেলা থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শ্যামল কুমার দে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, মোজাম্মেল হক, স্থানীয় বিএনপি নেতা আমিনুর বিশ্বাস, স্থানীয় আওয়ামীলীগ নেতা হালিম মোল্যাসহ ৫ জন। ভাইস-চেয়ারম্যান পদে রেজাউল ইসলাম, হানিফ মুন্সী, সাইদুল ইসলাম সেন্টু, সাব্বির হোসেন, মোহন সিকদার, ইলিয়াছুর রহমান, কামরুল মোল্যা। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আমিনা খাতুন, জেসমিন আক্তার,মাহামুদা খাতুন।
মহম্মদপুর উপজেলা থেকে আওয়ামীলী মনোনিত প্রার্থী এ্যাডভোকেট আব্দুল মান্নান, বর্তমানে উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান, আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম নুরুজ্জামান, আওয়ামীলীগ স্থানীয় নেতা জাফর সাদিকসহ ৫ জন। ভাইস-চেয়ারম্যান পদে সুজন শিকদার, ইদুল শেখ, আনিসুল ইসলাম, বরকত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার রুপালী, বেবী নাজমিন, স্বপ্না রাণী বিশ্বাস, সেলিনা বেগম, তাসলিমা নাসরিন সাথী।
জেলা নির্বাচন অফিসার মোঃ ফইজুল মোল্যা জানান, প্রার্থীরা জেলা রির্টানিং অফিসারসহ স্ব-স্ব উপজেলা সহকারী রিটার্নিং অফিসারদের কাছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দেন।

আগামী ২৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ।

রূপক/মাগুরা/ ২৬ ফেব্রুয়ারী ১৯