Main Menu

বইমেলায় খন্দকার মোস্তাফিজুর রহমানের কবিতার বই ‘নেহ’র প্রকাশ

Magura Mostafizur Rahman Pic 1

রূপক আইচ, মাগুরাবার্তা
কবি হিসেবে তিনি নতুন নন। প্রতিনিয়ত লিখে চলেন নিজ ফেসবুক ওয়ালে। সেখানে বন্ধুদের প্রতিনিয়ত অনুপ্রেরনা আর আপনজনদের নিত্য খুনসুটির প্রকাশ  মোটা মলাটে সাদা কাগজে ছাপা কবিতা গ্রন্থ ‘নেহ’ ।   খন্দকার মোস্তাফিজুর রহমান পেশায় একজন সমাজ বিজ্ঞানী। কিন্তু কবি খন্দকার মোস্তাফিজুর রহমান তার কবিতার কাব্যিক ভাষায় ফুটিয়ে তুলেছেন জীবনের প্রতিদিনের ভালবাসা, মন্দবাসা। সমাজ বিজ্ঞানের জটিল মেরুকরনের বাইরে ‘নেহ’  কবিতা গ্রন্থের ১২৫টি কবিতার প্রতিটিই পৃথক পৃথক দ্যোতনা সৃষ্টি করে পাঠকের হৃদয়ে।   এবারের বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে লালিত্য প্রকাশনির সূচীপত্র ব্যানারে ৪০৩ নম্বর স্টলে।
গত ১ ফেব্রুয়ারী’১৯  শুক্রবার কবি মোস্তাফিজুর রহমানের প্রথম কবিতার বই ‘নেহ’ প্রকাশিত হয়। ঢাকা মালিবাগ বিজ্ঞান কলেজ মিলনায়তনে ওইদিন ছিল  বিশিষ্ট জনের মিলন মেলা। বইটির  প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম প্রধান ফার্মাসিউটিক্যালস কোম্পানী ইনসেপটা’র ভাইস প্রেসিডেন্ট হাসনিন মুক্তাদির, ইনসেপ্টার এমডি আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এক সময়ে মাগুরার এনডিসি রেজওয়ান হোসেন,  রেলমন্ত্রীর পিএস ও মাগুরার সাবেক জেলা প্রশাসক আতিকুর রহমানসহ অন্যরা।Momtaz Begum Dk Program pic (46)
উপাধ্যক্ষ ইমাম জাফর জিবরুতের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালিত্য প্রকাশনির সত্ত্বাধিকারি মোঃ ওবায়দুর রহমান লাভলু।

Momtaz Begum Dk Program pic (28)
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথা বিরোধী কবি সুশান্ত কুমার, মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচ, সাংবাদিক কবির হোসেন, অধ্যাপক মনি মোহন মন্ডল, উম্মে সালমা বেগম, জিনাত ফেরদৌস, গুলসান আরা, সাহানারা বেগম, গোলাম মোহাম্মদ আলিমুদ্দীন, ডা. রুবাইয়াৎ ওহাব, কবি লিটন ঘোষ জয়, শ্রাবণী বিশ্বাস, লালিত্য রহমান, আতাউর রহমান তমালসহ অন্যরা।

মাগুরা /৩ ফেব্রুয়ারী ১৯


Comments are Closed