বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজিত ২ দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা কর্মশালা। শনিবার সকালে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি পংকজ কুন্ডু প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন।20180922_093904

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুজ্জামান সেলিম, পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ আযাদ পাকুসহ অন্যরা। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব লাইব্রেরীর  উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান স্কুলটির শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্ভাবনী কর্মকান্ড ঘুরে দেখেন। এ সময় প্রধান অতিথি স্কুলের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা লাইব্রেরী ও নতুন ক্লাসরুমের  উদ্বোধন করেন।   20180922_100658
প্রশিক্ষণ কর্মশালায় সাপে কামড়, স্ট্রোক, হাড়ভাঙ্গা, কাটাছেড়ায় ব্যান্ডেজ, পানিতে ডোবাদের উদ্ধারসহ বিভিন্ন জরুরী প্রয়োজনে রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবীদের তাৎক্ষণিক করনীয় নিয়ে আলোচনা করা হয়।  প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্টের যুব প্রধান শরিফুল হক, উপ যুব প্রধান মোহাম্মদ জুয়েল ও জয়শ্রী ঘোষ।  এ প্রশিক্ষণে স্কুলের মোট ১শ ছাত্রী অংশ নেন।

রূপক/মাগুরা /২২ সেপ্টেম্বর ১৮