বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শত্রুজিতপুর ইউনিয়নের বারইখালি এলাকায় নবগঙ্গা নদীতে জেলেদের জালে পেচিয়ে বিরল প্রজাতির একটি ইরাবতি ডলফিন বা শুশুক মারা গেছে।  বুধবার সকালে স্থানীয় জেলেরা রাতে পেতে রাখা জাল তুলতে গেলে প্রায় ৭০ কেজি ওজনের শুশুকটি দেখতে পায়। এ সময় তারা শুশুকটি উপরে তুললে আশপাশের এলাকার মানুষ পাণিটিকে দেখতে ভীড় করে।
শত্রুজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সঞ্জিত বিশ্বাস জানান-সকালে শুশুকটি মৃত অবস্থায় উদ্ধার হওয়ার পর প্রথমে মৎস্য বিভাগকে খবর দেয়া হয়। পরে জানা যায় এ প্রাণিটি যেহেতু সমুদ্রের প্রাণি তাই এটি বন বিভাগের নিয়ন্ত্রনাধীন। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে প্রাণিটিকে নিয়ে যায়।
মাগুরা বন বিভাগের রেঞ্জার এসএম আবুল বাসার জানান- এগুলি বিরল প্রজাতির নিরীহ সামুদ্রিক  প্রাণি। ইরাবতি ডলফিন বা শিশুকে স্থানীয়ভাবে শুশুক বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ঙৎপধবষষধ নৎবারৎড়ংঃৎরং । সমুদ্র থেকে মাছ খাওয়ার লোভে শুশুক নদীতে চলে আসে। নদীতে বিভিন্ন রকম ফাঁদ বা জালে জড়িয়ে কখনো কখনো এগুলির মৃত্যু হয়। আগে আমাদের দেশের নদীতে প্রচুর শুশুক বা স্বাদু পানির ডলফিন দেখা যেত। সম্প্রতি সময়ে নানা কারণে এগুলির সংখ্যা হ্রাস পাচ্ছে। বিকেলে খবর পেয়ে বন বিভাগের একটি দল গিয়ে মৃত শুশুকটিকে উদ্ধার করে। পরে সেটিকে বন বিভাগের নার্সারির মধ্যে পুতে রাখা হয়।

রূপক /মাগুরা /১৯ সেপ্টেম্বর ১৮