বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৩তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালীসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে শোক র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শ্রী বিরেন শিকদার এমপি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমানসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী র‌্যালীতে অংশ নেন। Mag 1র‌্যালী শেষে শহরের নোমানী ময়দান শহীদ বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয়া হয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া।

 মাগুরা /১৫ আগস্ট ১৮