উল্টো রথের আনুষ্ঠানিকতায় মাগুরায় রথযাত্রা সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় আজ রবিবার বিকেলে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিন ব্যাপি রথযাত্রা উৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ (ইসকন) এ উৎসবের আয়োজন করে।
শহরের কালীবাড়ি থেকে রথযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে বিকালে শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু ।
বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, ইস্কন মাগুরার সহকারি পরিচালক শ্রীমান সুন্দরানন্দ নিতাই দাস ব্রহ্মচারী, ঢাকার ইসকন ইয়ুথ ফোরামের পরিচালক শ্রীমান মিত্রগোপা কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রমুখ।
« মহম্মদপুরে অবৈধ আড়বাঁধ ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত (Previous News)
(Next News) স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম গ্রেফতার »
Comments are Closed