শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও ওদের পায়ে জুতা ছিলোনা, ছিলো স্যান্ডেল। বিষয়টি নজরে আসে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফীর। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী এই বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজখবর নেন। জানতে পারেন বিদ্যালয়টি উপজেলার শ্রীপুর ইউনিয়নের হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি বিষ্মিত হন! বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হয়। পরদিনই তার অফিসে ডেকে পাঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে। তারা জানান, হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হরিন্দী আশ্রায়ন কেন্দ্রের পাশে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠানটির অধিকাংশ ছাত্র-ছাত্রী আশ্রায়ন কেন্দ্রে বসবাসকারী গরীব পিতা-মাতার সন্তান। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিয়ে তাৎক্ষণিক শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমানের সাথে কথা বললে তিনি অত্যন্ত আগ্রহের সাথে পরিষদের নিজস্ব অর্থায়নে তাদের জুতা কিনে দেওয়ার আশ্বাস দেন। তখনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতা প্রদানের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন ছাত্র-ছাত্রীকেই দামী বাটা জুতা বিনামূল্যে প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।