বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় সরকার ঘোষিত ব্লাক আউট কর্মসূচী সঠিকভাবে পালিত হয়নি। আজ রবিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সকল প্রতিষ্ঠানে আলো নিভিয়ে ব্লাক আউট হওয়ার সরকারি আদেশ থাকলেও পৌরসভার মত প্রতিষ্ঠান ব্লাক আউট কর্মসূচী পালন করেনি। এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাত ৯টায় বিভিন্ন প্রতিষ্ঠান আলো নিভিয়ে ব্লাক আউট কর্মসূচী পালন করলেও খোদ পৌরসভার রাস্তার আলো জ্বলতে দেখা গেছে। অনেকেই এটিকে পৌর কর্তৃপক্ষের গাফিলতি হিসেবে চিহ্নিত করেছেন।

এ প্রসঙ্গে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান জানান- নিজ নিজ প্রতিষ্ঠানের আলো নিভিয়ে ২৫ মার্চের সেই ভয়াল সময়কে সম্মান জানাতে এ কর্মসূচী ছিল। জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান আলো নিভালেও পৌর কর্তৃপক্ষ আলো না নেভানোর বিষয়টি নিয়ে পৌর মেয়র বলতে পারবেন।

বিষয়টি নিয়ে পৌর মেয়রের বক্তব্য জানতে (৩বার) ফোন দেয়া হলে তার ফোন ব্যাস্ত পাওয়া গেছে। তবে তিনি ফোনব্যাক করেও কিছু জানাননি।

মাগুরা/২৫ মার্চ ১৮