বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘জাতীর জনক বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতেন। তাই তিনি নিজ হাতে ইসলামি ফাউন্ডেশন গড়ে এদেশে ইসলামের প্রচার প্রসারে ব্রতী হন। তার দূরদৃষ্টি সম্পন্ন পথ ধরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গরীব দেশের তকমামুক্ত হয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে এসে দাঁড়িয়েছে। এখন আর কেউ আমাদের গরীব দেশ বলে তাচ্ছিল্ল করতে পারবে না। ফলে আমরা বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারবো।’ ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি।  ইসলামি ফাউন্ডেশন মাগুরার সহকারি  পরিচালক  মুহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, মাগুরা সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমানসহ অন্যরা। সভায় জেলার বিভিন্ন এলাকার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা স্কুলের শিক্ষকবৃন্দ অংশ নেন।
সভা থেকে জঙ্গীবাদের কালোথাবা থেকে দেশকে মুক্ত রাখতে ইমাম মোয়াজ্জিনদের প্রতি আহবান জানান বক্তারা।  এ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

রূপক/ ২২ মার্চ ১৮