বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে একটি মাঠে আজ বুধবার সকালে মো: শিপন হোসেন (২৫) নামে এক পোল্ট্রিব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিপন পার্শ্ববর্তী হাজিপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে। নিয়মিত মাদকসেবী উশৃংখল শিপন এর রহস্যজনক মৃত্যুতে এলাকায় স্বস্তি দেখা গেছে। শিপনের পরিবারের সদস্যরা থানায় আসলেও তাদের মধ্যে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান- সকালে চন্দনপ্রতাপ গ্রামের বাইরের দিকে ঈদগাঁ পার্শ্ববর্তী একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশের  উর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছ থেকে শিপনের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।গতরাতে কোন এক সময় শিপনকে কৌশলে ওই জায়গায় নিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা আবু হাসান জানান- বেশ কিছুদিন ধরে শিপন মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের কারণে তার পোল্টী ব্যবসাও শেষ হয়ে গেছে। সে বেশ উশৃংখল জীবন যাপন করতো। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে নিজের মটর সাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি শিপন। এর পর সে কয়েকজন মাদকসেবী বন্ধুর সাথে মটর সাইকেল নিয়ে বেরিয়ে যায়। আজ সকালে এলাকাবাসির কাছে খবর পেয়ে তারা লাশ সনাক্ত করে।তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা তিনি বলতে পারেননি।

চন্দনপ্রতাপ গ্রামের েএকাধিক বাসিন্দা জানিয়েছেন – গ্রামের ঈদগা এলাকাটি নির্জন ও মাঠের পাশে হওয়ায় প্রায়ই এখানে সমাজ বিরোধী ও মাদকাসক্তদের আড্ডা বসে। এই আড্ডার বিরুদ্ধে গ্রামবাসি কোন কথা বলতে সাহস পায় না। মাদকাসক্তদের এ আড্ডা থেকেই কোন কারণে বিরোধ সৃষ্টি হয়ে এ খুনের ঘটনা ঘটতে পারে।

রূপক/মাগুরা /২১মার্চ ১৮