বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, এক তৃতিয়াংশ আসনসংখ্যা বৃদ্ধি ও নির্বাচনী এলাকা পুননির্ধারণ’ এর দাবীতে মাগুরায় মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা ।

মহিলা পরিষদের জেলা সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, সমাজসেবক আব্দুর রউফ মাখন, এ্যাড. শাহিনা আক্তার ডেইলি, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, সাংবাদিক রূপক আইচ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কাজী লাবনী জামান, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার লাবনী রায়সহ অন্যরা।Mohila Porishad Meeting

সভায় নারীর অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন বক্তারা। সময়ের দাবী হিসেবে জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন আরো বৃদ্ধি করতে মহিলা পরিষদের দাবীর সাথে একমত পোষণ করেন আলোচকবৃন্দ।

 মাগুরা/১০ মার্চ ১৮