স্টাফ রিপোর্টার
মাগুরায় পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা, পাটের ব্যবহার বৃদ্ধিসহ নানা বিষয়ে প্রচারণার মাধ্যমে আজ মঙ্গলবার জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে শহরে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ মেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলিত হয়। সেখানে জেলা প্রশাসন, কৃষিবিভাগ, পাট মন্ত্রনালয়সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, পাটচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলা মুখ্য পাট পরিদর্শক আকতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

এ সময় পাট পণ্যের বহুমাত্রীক ব্যবহারসহ পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় । সবশেষে জেলা পর্যায়ে সেরা ৬ জন পাট  ও পাটবীজ চাষিকে পুরস্কৃত করা হয়।

মাগুরা /৬ মার্চ ১৮