বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় আয়োজন ও আবির এর রং মাখিয়ে দেয়ার মধ্য দিয়ে দোলযাত্রা ও হোলি উৎসব সম্পন্ন হয়েছে।

     এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে নতুন গৌর গোপাল বিগ্রহ নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়।সেখানে ভক্তরা পরস্পরকে নানা রং এর আবির মাখিয়ে রঙ্গীন করে একে অপরের মঙ্গল কামনা করেন।   Magura Holi Utshob Pic 2

     এ প্রসঙ্গে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ শ্রী চিন্ময়ানন্দ মহারাজ জানান- এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অসুর শক্তিকে বিনাশ করে মানুষে মানুষে রঙ্গীন সম্পর্ক স্থাপন করেছিলেন । সেই থেকে পৃথিবীতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। আবার ৫৩৩ বছর আগের এই দিনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভূর আবির্ভাব হয়েছিল। এই দিনে আমাদের প্রার্থনা সকল অন্ধকার ঘুচে গিয়ে আলো আর রং এর আনন্দে ভরে উঠুক পৃথিবী।

রূপক আইচ/মাগুরা /১ মার্চ ১৮