বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকেল থেকে মাগুরার শহীদ সৈয়দ  আতর আলী গণগ্রন্থাগার চত্বরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি বই মেলা ।  জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) খোন্দাকার আজিম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক,  অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকসানা রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু প্রমুখ। মেলায় ১৪টি ষ্টলে বই বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে।

এদিকে বইমেলা উপলক্ষে মঞ্চে ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন স্পৃহা সাহিত্য পরিষদ। এ সময় অতিথিবৃন্দের পাশাপাশি বইয়ের লেখকরাও উপস্থিত ছিলেন।

মাগুরা/২০ ফেব্রুয়ারী১৮