বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তিত হচ্ছে মানুষের পেশাকেন্দ্রিক চিন্তাভাবনা। অনেক তরুণরাই ধাবিত হচ্ছেন বিভিন্ন গ্ল্যামারস পেশার দিকে। এ ধরনের পেশার তালিকায় বর্তমানে যে ক্ষেত্রটি উঠে আসছে তা হলো গণমাধ্যম বা মিডিয়া।

আর ছোট পর্দার মোহনীয় আকর্ষণের কারণে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে পছন্দের প্রথমে। এখানকার ক্যারিয়ারে খ্যাতি, সুনাম, সুপরিচিতির পাশাপাশি রয়েছে উজ্জ্বল জীবনের হাতছানি। বিশ্বব্যাপী তো বটেই, বাংলাদেশেই রয়েছে এ পেশায় ক্যারিয়ার গড়ার বিশাল ক্ষেত্র। আজকে একুশ শতকে দাঁড়িয়ে মিডিয়া কতটা এগিয়েছে তা বলাই বাহুল্য।

সাংবাদিকতা, ক্যামেরা ও সংবাদ উপস্থাপনার লক্ষ্যে সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছে মেট্রো ইনস্টিটিউটে

কোর্সসমূহ: টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, সাংবাদিকতা, অনলাইন ও মিডিয়ার রিপোর্টি, ক্যামেরা পরিচালনা, নাগরিক সাংবাদিকতা, ও রেডিও জকি (আরজে)।

কোর্সের মেয়াদ: সব কোর্সের মেয়াদ ০২ মাস।

ক্লাস: সপ্তাহে দু’দিন- শুক্রবার ও শনিবার।

বিশেষ ছাড়: নতুন বছর উপলক্ষ্যে সব কোর্সে ৩০% ছাড় রয়েছে।

প্রশিক্ষক: দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জনপ্রিয় নবীন-প্রবীণ সংবাদকর্মী।

বৈশিষ্ট্য: এখানে মিডিয়া প্রশিক্ষণ সংশ্লিষ্ট অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে। ভিজ্যুয়াল ক্লাস পরিচালনার জন্য রয়েছে প্রফেশনাল ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, প্রতিটি ক্লাসের জন্য আলাদা লেকচারশীট, তাত্ত্বিক, ব্যবহারিক ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন।

যা প্রয়োজন: ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

যোগাযোগ:মেট্রো ইনস্টিটিউট, ৯০/বি (তৃতীয় তলা), সার্কুলার রোড, মৌচাক, ঢাকা-১২১৭।

বিস্তারিত জানতে  কল করতে পারেন এই নম্বরে ০১৭১৬৭১৬০৬৯, ০১৭১১৯৬১৩৮৮।

www.metroinstitutebd.com, info@metroinstitutebd.com