তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার কৃতি সন্তান আসমা সিদ্দিকা মিলি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিপিএম পদক পেয়েছেন।
সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসমা সিদ্দিকা মিলিকে বিপিএম পদক পরিয়ে দেন। সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ (বিপিএম-সেবা) পেয়েছেন মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর গ্রামের কৃতি কণ্যা  সম্প্রতি এসপি হিসেবে পদোন্নতি পাওয়া মিলি। তিনি শ্রীপুরের হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি এবং মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২৪ তম বিসিএস উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বিসিএস ( পুলিশ) ক্যাডারে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারীত্ব ও সততার সাথে কাজ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডি আর কঙ্গো তে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। 26647877_10208555849812606_512756420_nএ সময় তিনি জাতিসংঘ শান্তি পদকে ভুষিত হন। ২০১৭ সালে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাচ প্রাপ্ত হন। এ বছরে তিনি উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ পুলিশ পদক পান। তিনি জনকল্যাণকর কাজ করে দেশ ও জনগনের সেবা করতে দৃঢ় প্রত্যয়ি। তিনি মাগুরাবার্তার  মাধ্যমে মাগুরাবাসীসহ সকলের দোয়া প্রার্থনা করেছেন। তাঁর এ পদক প্রাপ্তিতে মাগুরাবার্তা পরিবার এর পক্ষে সম্পাদক রূপক আইচ, প্রকাশক মাসুদ আলম, শ্রীপুরের জাতীয় পুরষ্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ( অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, শ্রীপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা: শাহিদুজ্জামান খসরু, মাগুরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক খান শফিউল্লাহসহ মাগুরার সুধিমহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রূপক/মাগুরা/৯ জানুয়ারী ১৮