বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে  শুরু হচ্ছে ফুটবল উৎসব। ওইদিন দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হবে আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে খুলনা বিভাগের ১০ জেলার ফুটবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধন করবেন এ খেলার প্রদান পৃষ্ঠপোষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ মাগুরা জেলা দল ও নড়াইল জেলা দল।

খেলার আগে মাগুরা জেলার ‘থিম সং’ এর উপর একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করবে শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানালো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে সকল গেট (ভিআইপি গ্যালারি-১ ও ভিআইপি গ্যালারি-২ )দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সরকারি শিশু পরিবারের শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য ১২ নম্বর গ্যালারীটি উন্মুক্ত থাকবে। মহিলাদের জন্য ৭ নম্বর গ্যালারিটি সংরক্ষিত থাকবে। প্রতিদিন ২:৩০ টায় খেলা শুরু হবে। এ খেলাকে ঘিরে মাগুরা শহরে  এখন উৎসবের আমেজ চলছে।

 

মাগুরা/২৮ ডিসেম্বর ১৭