শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
চার কিমি পথ পায়ে হেঁটে ও নৌকায় চড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন শালিখার ইউএনও শালিখায় শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।
এ সময় তার সাথে উপস্হিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দীন ইসলাম ও মোবাইল কোর্টের সদস্যবৃন্দ। অভিযান চলাকালে তারা আড়পাড়ার কানুদার খালের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ১৫ টি অাঁড় বাঁধ,২৯ টি মশারির জাল ও ১৪টি ভেসাল জাল জব্দ করেন। অভিযান চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মোবাইল কোর্টের সদস্যরা প্রায় ৪ কিলোমিটার খাল পাড় দিয়ে হেটে এগিয়ে যান।মাঝে মাঝে তাকে নৌকায়ও চড়তেও হয়। জব্দকৃত মালামাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।পরবর্তীতে আড়পাড়া বাজারে অভিযান চালিয়ে তপন রায়ের সুতার দোকান হতে ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়। দোকানিকে সরকারি আইন অনুযায়ী তিনি ৩০০০ টাকাও জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান এ অভিযান অব্যাহত থাকবে।

 

দেবব্রত/ রূপক/২৮ অক্টোবর ১৭