শালিখায় বিএনপির ৫ নেতা-কর্মী আটক
মাগুরায় বিএনপি মিছিলে পুলিশের বাধা

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামাল কে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবে পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। অন্যদিকে মাগুরার শালিখা উপজেলায় মিছিল থেকে বিএনপি ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সেখানেই বিক্ষোভ প্রর্দশন করে তারা। পরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবুল। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে আক্তার হোসেন, উপাধ্যাক্ষ মহম্মদ আলী, খান হাসান ইমাম সুজা প্রমুখ।
বক্তরা অবিলম্বে খালেদা জিয়ার নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও মাগুরার সাবেক এমপি কাজী কামালের নিশর্ত মুক্তি দাবী করেন।
এদিকে শালিখায় উপজেলার আড়পাড়া বাজারে বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ৫ বিএনপি নেতা-কর্মীকে আটক করে।
রূপক/মাগুরা / ১৪ অক্টোবর ১৭
« শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন ৪ নভেম্বর (Previous News)
(Next News) মাগুরায় ৩ শতাধিক জেলে পরিবার বেকার »
Comments are Closed