বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় পাট পণ্যের উপর ১৫দিন ব্যাপি  উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ  কর্মশালা  বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিন ‘বহুমুখি পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র যশোর’র (জেইএসসি) সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখা এ কর্মশালার আয়োজন করে।
মাগুরা আদর্শ কলেজ পাড়াস্থ জাতীয় মহিলা সংস্থা অফিস কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আতিকুর রহমান। জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার চেয়ারম্যান নাজমা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালামা খাতুন,  জেইএসসি’র সেন্টার ইনচার্জ মোর্শারফ হোসেন, বোরহান উদ্দিন ও প্রশিক্ষক মর্জিনা খাতুন প্রমুখ।  ১৫ দিনের এ কর্মশালায় জেলার বিভিন্ন একালার ২৩ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন। কর্মশালায় পাট পণ্যের উপর দক্ষতা অর্জন, ডিজাইন, মার্কেটিং, কসটিং ও পাট পণ্যের গুনগত মান নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ের উপর  প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

মাগুরা / ১২ অক্টোবর ১৭