বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাতার প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ পুকুরে শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক (অবঃ) বিশিষ্ট ক্রীড়াবিদ নাজমুল হাসান লোভন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, ক্রীড়া শিক্ষক ফরিদ হোসেন, সংগঠক আনিসুর রহমনা খোকনসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান- প্রতি বছর দেশে পানিতে ডুবে ১৮ হাজার মানুষ মারা যায়। শুধুমাত্র সাতার জানলেই এ মৃত্যুর বেশীরভাগই রক্ষা করা সম্ভব। এ প্রেক্ষিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে এ প্রশিক্ষণে সদরের ৪০ জন প্রশিক্ষণার্থী  অংশ গ্রহণ করেন।এ প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন শিশুরা জীবন রক্ষাকারি সাতার শিখবে। অন্যদিক এর মধ্য দিয়ে আগামী দিনে মানসম্পন্ন সাতারু তৈরী হবে বলে আশা করেন আয়োজকরা। asa

রূপক আইচ/ মাগুরা / ১২ অক্টোবর ১৭