শাহিনুুর আহমেদ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
চ্যানেল আই আয়োজিত জমকালো আয়োজনে বাংলাদেশের প্রবীণ ও নবীন সঙ্গীতশিল্পীদের সম্মাননা জানালো চ্যানেল আই। ১২তম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ২০১৬-কে ঘিরে ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল দেশের সঙ্গীতসহ বিভিন্ন অঙ্গণের তারকাদের মিলনমেলা। এ অনুষ্ঠানে প্রদান করা হয় দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী মোঃ খুরশীদ আলমকে আজীবন সম্মাননা। খুরশীদ আলমের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। সম্মাননা পত্র তুলে দেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। অর্থমূল্য এক লাখ টাকার চেক তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী। এর আগে উত্তরীয় পরিয়ে শিল্পীকে বরণ করে নেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে প্রথমবারের মতো বিশেষ সম্মাননা দেওয়া হয় কণ্ঠশিল্পী শাম্মী আখতারকে। অসুস্থতাজনিত কারণে তিনি আসতে পারেননি। তার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও অর্থমূল্য ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন তার স্বামী আকরামুল ইসলাম ও তার মেয়ে। অনুষ্ঠানে দেশের চার গুণী সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আলম খান ও আলী হোসেনকেও সম্মাননা দেওয়া হয়। পরে তারা তাদের সেরা গানের কয়েকটি লাইন স্বকণ্ঠে পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কণ্ঠশিল্পী খুশীদ আলম বলেন, ‘জীবদ্দশায় এ সম্মাননা পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি।’  এর আগে স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘গত ১১টি আসর ধরে দেশের সঙ্গীতাঙ্গণে গুণীদের সম্মাননা দিয়ে আসছে চ্যানেল আই। গুণীদের সম্মাননা দিয়ে আমরা নিজেরাও সম্মানিত। এই মিউজিক অ্যাওয়ার্ড এটি এখন বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সঙ্গীত বিষয়ক সবচেয়ে বড় আয়োজন।’ খুরশিদ ইরফান চৌধুরী বলেন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তিনি ও তার প্রতিষ্ঠান গর্বিত।
অনুষ্ঠানের সূচনা হয় সানী জুবায়ের সঙ্গীত পরিচালনায় বর্ষাবিষয়ক কয়েকটি রাগের ওপর নির্মিত নৃত্যশিল্পী তুষার ও তার দলের কোরিওগ্রাফির মধ্য দিয়ে। একঝাঁক সহশিল্পী নিয়ে সঙ্গীত পরিবেশন করেন শফি মন্ডল, মমতাজ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। একক সঙ্গীত পরিবেশন করেন নগর বাউল জেমস। ছিল চিত্রনায়িকা পূর্ণিমা ও কণ্ঠশিল্পী ইমরানের দৈত পরিবেশনা। ত্রিশজন সহশিল্পীকে নিয়ে ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিশেষ পরিবেশনা। SHA_3183
১২তম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন-চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক আবদুর রশীদ মজুমদার, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, সাইফুজ্জামান শিখর, ফেরদৌসী রহমান, সৈয়দ আবদুল হাদী, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, কাজী হাবলু, হাসান আবিদুর রেজা জুয়েল, সামিনা চৌধুরী, সুমনা হক, সাবাহ তানি, ডলি ইকবাল, মিতালী মুখার্জী প্রমুখ।
এবারর প্রদান করা হয় সঙ্গীতে ১৩টি ক্যাটাগরিতে ক্রিটিক এ্যাওয়ার্ড ও ৫টি ক্যাটাগগিতে পপুলার চয়েস এ্যাওয়ার্ডসহ মোট ১৮টি এ্যাওয়ার্ড। পুরস্কার পেলেন যারা (ক্রিটিক) : রবীন্দ্র সঙ্গীত- অণিমা রায়, [এলবাম- মাতৃভূমি], নজরুল সঙ্গীত- নাশিদ কামাল [এলবাম- গানে গানে নজরুলের জীবনী], লোক সঙ্গীত- শফি মন্ডল [এলবাম- অধরা], শ্রেষ্ঠ গীতিকার- আসিফ ইকবাল [এলবাম- মুন এর গান- তুই আমার মন ভালোরে], সঙ্গীত পরিচালক- শফিক তুহিন [এলবাম- চুপকথা রূপকথা, গান- নীল সামিয়ানা], মিউজিক ভিডিও- তানীম রহমান অংশুক [এলবাম ও গান- ঝুম], কাভার ডিজাইন- নাহিদ [নকশী কাঁথার গান], সাউন্ড ইঞ্জিনিয়ার- পাভেল আরীন [খেয়াল পোকা], উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ)- পিয়াংকা গোপ [ঠুমরী], আধুনিক গান- ফাহমিদা নবী [এলবাম- সাদা কালো, গান- অন্ধকার], সেরা ব্যান্ড- পার্থিব [এলবাম- [স্বাগত বাংলাদেশ], নবাগত শিল্পী- মেহেদী হাসান [এলবাম- আয়না ফিরে, গান- ইচ্ছেগুলো রাজি] এবং ছায়াছবির গান- জেমস [গান- বিধাতা, ছায়াছবি- সুইটহার্ট]।
পপুলার চয়েস : আধুনিক গান- কুমার বিশ্বজিৎ [এলবাম- স্বপ্ন সমুদ্দুর, গান- কখনও তো বলিনি], নবাগত শিল্পী- শাহিন খান [আনকোরা], সেরা ব্যান্ড- অবসকিওর [ক্র্যাক প্লাটুন], ছায়াছবির গান- ইমরান, [মুসাফির, গান- আলতো ছোঁয়াতে] এবং মিউজিক ভিডিও- রোম্য খান [এলবাম- মেঘেরা, গান- মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে]।
অনুুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ৬ অক্টোবর চ্যানেল আইতে প্রচার করা হবে।

রূপক/মাগুরা/৩০ সেপ্টেম্বর ১৭