বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
কোরবানি উপলক্ষে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ৪টি গরু ও ২টি খাসি কেনা হয়েছে। তবে এর মধ্যে দুটি গরু যাবে ঢাকায় বোনের শ্বশুর বাড়িতে। স্ত্রী শিশির ও কন্যা আলায়না আমেরিকায় রয়েছেন।  চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা থাকার কারণে বাড়িতে কোরবানির ঈদ করতে পারছে না সাকিব।
সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান- কোরবানি উপলক্ষে ৪টি দেশী গরু ও ২টি খাসি কেনা হয়েছে। এর মধ্যে রেওয়াজ অনুযায়ী দুটি গরু পাঠানো হবে মেয়ের শ্বশুর বাড়ি ঢাকায়। এদিকে নাতনি আলাইনা ও পুত্রবধু শিশির আমেরিকায় অবস্থান করায় বাড়িতে তেমন আড়ম্বর হবে না। মেয়ে (সাকিবের বোন) জান্নাতুল ফেরদৌস রিতুর শ্বশুর বাড়ি এলাকার রীতি অনুযায়ী ২টি গরু পাঠানো হবে ঢাকার মিরপুরে। সেখানকার সাংসদ ইলিয়াস মোল্যার ভাই আলী মোল্যার ছেলে আলিফ মোল্যার সাথে গত মে মাসে বিয়ে হয় রিতুর। এদিকে  বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ে আনন্দে ভাসছে সাকিবের পরিবার। বাড়িতে আসা সাকিব ভক্তদের মিষ্টি মুখ করিয়েছেন সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল।

রূপক আইচ/মাগুরা / ৩০ আগস্ট ১৭