বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় জাগরণী চক্র ফাউন্ডেশন, ইউএসএইড এর আর্থিক ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় পরিচালিত রিড প্রকল্পের ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ হয়েছে।

২০১৪ সাল থেকে ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিড প্রকল্প নামে একটি শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। মাগুরা সদর উপজেলায় ৩৫টি এবং মহম্মদপুর উপজেলায় ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম-৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে মাগুরা জেলায় ১৩০টি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিড প্রকল্প তার কার্য্যক্রমে অন্তর্ভুক্ত করে। 21245856_503061506698975_199618453_oএর মধ্যে মাগুরা সদরে ৬০টি বিদ্যালয় এবং মহাম্মদপুর উপজেলায় ৭০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উক্ত বিদ্যালয় সমূহের বাংলা বিষয়ক শিক্ষকদের পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষে পড়তে শেখার নির্দেশনা ও মূল্যায়ন বিষয়ক ৩ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ মোট ১২টি ব্যাচে মাগুরা সদর এবং মহাম্মদপুর উপজেলায় ৩১৬ জন প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ১৯ আগষ্ট, ২০১৭ মাগুরা-৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাগুরা জনাব, মো: রুহুল আমীন, উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন মাগুরা সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব, মো: শাহাজাহান রহমান। 21032605_422354601494177_2415920688704440202_nউক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিড প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার জনাব, ওমর ফারুক (জুয়েল)। গত ২৯ আগষ্ট. ২০১৭ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাগুরা জনাব কুমারেশ চন্দ্র গাছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার জনাব, মো: শাহীন মৃধা।

মাগুরা/ ৩০ আগস্ট ১৭