বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা  বুধবার (১২ জুলাই) বিকেলে প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা শেষে ফাইনালে প্রথমে মেয়েদের বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ধলহরা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল নাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মুখোমুখি হয়। খেলায় ধলহরা দল নাউখালি দলকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে। টুর্নামেন্টে ধলহরা স্কুলের শারমিন খাতুন শ্রেষ্ঠ খেলোয়াড় হয়। Magura Football Final Boy Pic 1
অন্যদিকে এর পরই বড়জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চমৎকার ফুটবল নৈপুন্য দেখিয়ে ৮-১ গোলে ভাবনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। এ দলের সুজন মোল্যা টুর্নামেন্টে সর্বাধিক ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়। একই দলের আল আমিন হোসেন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পায়।Magura Football Final Boy Pic
পরে সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলীর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরার জেলা প্রশাসক মো: আতিকুর রহমান। এ সময় প্রাথমিক শিক্ষা পরিবারের অফিসার, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপক আইচ/মাগুরা / ১২ জুলাই ১৭